নিখোঁজের একদিন পর বাঁশখালীতে চীনা নাগরিকের লাশ উদ্ধার

৩৬৯

বাঁশখালীতে নিখোঁজের একদিন পর চীনা নাগরিক জি কুইনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে উপজেলার গন্ডামারায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরের একটি পুকুর থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। জিই কিংওয়েন তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের দায়িত্বপ্রাপ্ত চীনা প্রতিষ্ঠানের সহযোগী সিপিপি কোম্পানির অধীনে পাইপ মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

চট্টগ্রাম জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হুমায়ুন কবির জানান, গতকাল বুধবার বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিনকার মতো বেলা ১১টার দিকে খাবারের বিরতি দেওয়া হয়। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে পুুলিশের ধারণা পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন।

ওই শ্রমিক প্রায় সময় পাশের বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতেন বলে পুলিশ জানায়।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাঁশখালীর গণ্ডামারায় এস আলম গ্রুপ এক হাজার ৩২০ মেগাওয়াটের কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। বাংলাদেশি শ্রমিকের পাশাপাশি চীনারাও এখানে কাজ করছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.