চট্টগ্রামে ১২ মৃত্যুর সঙ্গে আক্রান্ত ৭৭২

২৮৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৯৪ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৭২ জনের।

এতে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৬৭৯ জনে।

মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষায় ৭৭২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৪৪ ও উপজেলার ৩২৮ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৯ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৪১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে জেনারেল হাসপাতালে চারজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৫ জন, অ্যান্টিজেন টেস্টে ৮০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.