চট্টগ্রামে ১০ মৃত্যুর সঙ্গে আক্রান্ত ৮৭৯

২৬০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৭৯ জনের। মারা যাওয়া ১০ জনের মধ্যে ৫ জন নগরের ও ৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ।

মঙ্গলবার (১০ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৭৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরের ৬২৬ জন। ২৫৩ জন বিভিন্ন উপজেলার।

উপজেলা পর্যায়ে সবচে বেশী করোনা শনাক্ত হয় হাটহাজারীতে ৮০ জন। এর পর আছে রাউজান ৬৫, রাঙ্গুনিয়া ২৫, পটিয়া ২১, সীতাকুণ্ড ১৯, ফটিকছড়ি ১০, মিরসরাই ৯, সাতকানিয়া ৭, আনোয়ারা ৬, বোয়ালখালী ৪, বাঁশখালী ৪, চন্দনাইশে ১ এবং সন্দ্বীপে ১ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৯০৭ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৭ হাজার ৮৯৪ জন। ২৪ হাজার ১৩ জন বিভিন্ন উপজেলার।

এখন পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৮২ জন; এর মধ্যে নগরের ৬৩১ জন ও ৪৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এর আগে, সোমবার করোনায় মারা গিয়েছিলেন ১৩ জন, শনাক্ত হয়েছিলেন ৫০৭ জন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.