পতেঙ্গা ও কর্ণফুলী বহিনঙ্গরে ছাড়পত্রবিহীন জাহাজ চেকিং ও ভাসমান গুদামবিরোধী অভিযান
বুধবার বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন কমিটি (BWTCC)-এর ছাড়পত্র বিহীন জাহাজ চেকিং কার্যক্রম এবং ভাসমান গুদাম হিসেবে জাহাজ ব্যবহার রোধে পতেঙ্গা ও কর্ণফুলী বহিনঙ্গর এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পতেঙ্গা থানার সহকারী কমিশনার (এসি) জনাব মোঃ জামাল উদ্দীন চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোঃ বেলায়েত হোসেন, এসআই ও ইনচার্জ, কলার ডিপো পুলিশ ফাঁড়ি, পতেঙ্গা থানা এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।
অভিযান চলাকালে বহিনঙ্গরে অবস্থানরত একাধিক জাহাজে তল্লাশি চালানো হয় এবং BWTCC-এর প্রয়োজনীয় ছাড়পত্র যাচাই করা হয়। পাশাপাশি অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে জাহাজ ব্যবহার করা হচ্ছে কি না—সে বিষয়েও কঠোর নজরদারি করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা এবং বন্দর এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.