ফটিকছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও দেশীয় মদসহ দুই সশস্ত্র সন্ত্রাসী আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও দেশীয় মদসহ দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার লক্ষীছড়ি জোনের অধীন ফটিকছড়ি আর্মি ক্যাম্প পৃথক দুইটি টার্গেটে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রফিক (৫৫) ও মোঃ মঈন উদ্দিন (৩৬) নামে দুইজনকে আটক করা হয়। তারা দুজনই ধর্মপুর গ্রামের বাসিন্দা এবং পিতা আব্দুল মালেক।

অভিযানকালে সেনাবাহিনী তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
২টি শটগান, ১টি পিস্তল, ১টি এয়ার গান, ১টি ডামি পিস্তল, .৩০৩ ক্যালিবারের ১ রাউন্ড গুলি, শটগানের ১ রাউন্ড গুলি ও ৩টি ফায়ারকৃত কার্তুজ, এয়ার গানের ১০০টি গুলি, ৫টি ধারালো দা, ১টি বিদেশি চাকু, ১টি ড্যাগার এবং ৪ লিটার দেশীয় মদ।

আটককৃত সন্ত্রাসীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.