মহেশখালীতে কোস্ট গার্ডের কম্বিং অপারেশন: ৭৫ কোটি টাকার অবৈধ চরঘেরা জাল জব্দ

কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জানুয়ারি ২০২৬  দিনব্যাপী কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মহেশখালী থানাধীন জেলেপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে আনুমানিক ৫০ লক্ষ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭৫ কোটি টাকা বলে জানা গেছে। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালসমূহ মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.