অস্ত্রের বিপরীতে জনতার ব্যালটেই হবে আমাদের বিজয়: চট্টগ্রাম–৮ আসনে প্রচারণা শুরু জোবাইরুল আরিফের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এই উপলক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ ওমরের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে ১০ দলীয় “ঐকবদ্ধ বাংলাদেশ” জোটের সংসদ সদস্য প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ।
কবর জিয়ারত শেষে শহীদ ওমরের চাচার কাছে দোয়া চান জোবাইরুল আরিফ। এ সময় তিনি শহীদ ওমরসহ জুলাই অভ্যুত্থানের সকল শহীদের রক্তের মর্যাদা রক্ষা এবং নব্য স্বৈরাচারের বিরুদ্ধে আজীবন লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পরও আমরা আবার একটি পাতানো নির্বাচনের আভাস দেখতে পাচ্ছি। চট্টগ্রামের বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া এবং জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যাকাণ্ড আমাদের সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, হাসিনার মতো ওদের হাতেও অস্ত্রের ঝনঝনানি থাকতে পারে, তবে আমাদের শক্তি হলো জুলাইয়ে জেগে ওঠা জনগণের সমর্থন।”
তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে চেতনা এবং একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে, তা যতদিন বেঁচে থাকবে, ততদিন অস্ত্রের বিপরীতে জনতার ব্যালটেই হবে আমাদের বিজয়।”
রাজনৈতিকভাবে সংবেদনশীল এই আসনে এবারের নির্বাচনে জোট রাজনীতির প্রভাব এবং নিরাপত্তা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে, চট্টগ্রাম–৮ আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আইনশৃঙ্খলা ও জনমতের ভূমিকা এবার নির্ণায়ক হয়ে উঠতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.