চট্টগ্রাম-৮ আসনে এনসিপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী ডা. আবু নাছের

চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও–বোয়ালখালী) জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জুবাইরুল হাসান আরিফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের।

বুধবার বিকাল ৩টায় নগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের প্রার্থীর আসন পরিচালক ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের বৃহত্তর স্বার্থে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন।

তিনি আরও জানান, প্রার্থী ডা. আবু নাছের অসুস্থ থাকায় সংবাদ সম্মেলনে নিজে উপস্থিত থাকতে পারেননি। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করায় গতকাল আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়াও সম্পন্ন করতে পারেননি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর নজরুল ইসলাম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, বোয়ালখালী উপজেলা আমীর খোরশেদুল আলম, বায়েজিদ থানা আমীর মাওলানা জাকির হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।

জোটগত সিদ্ধান্তের অংশ হিসেবে এই সমর্থন ঘোষণার মাধ্যমে চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.