পলোগ্রাউন্ড মহাসমাবেশে শৃঙ্খলাই হবে বিএনপির পরিচয়: নাজিমুর রহমান

আগামী ২৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আয়োজিত পলোগ্রাউন্ড মহাসমাবেশ সফল করতে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান।

এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গঠিত শৃঙ্খলা উপকমিটির সভা মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক জনাব শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে নাজিমুর রহমান বলেন, লক্ষাধিক মানুষের উপস্থিতিতে যে জনস্রোত সৃষ্টি হবে, সেটিকে সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই প্রমাণ হবে বিএনপি একটি দায়িত্বশীল ও সুশৃঙ্খল রাজনৈতিক দল। তিনি বলেন, মহাসমাবেশ সফল করতে শৃঙ্খলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এ ক্ষেত্রে শৃঙ্খলা উপকমিটির নেতাকর্মীদের ওপর বড় দায়িত্ব বর্তেছে।

তিনি আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনতার নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে মহাসমাবেশকে গণমানুষের উৎসবে পরিণত করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম মঞ্জু, শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, নুরুদ্দিন হোসেন নুরু, আবু মুসা, মো. মহসিন, মাহবুব রানা, এম এ হাশেম, আনোয়ার হোসেন লিপু, হানিফ সওদাগর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, বিএনপি নেতা শাহজাহান কবির শাহিন ও আব্দুল হামিদ পিন্টু।

বক্তারা বলেন, মহাসমাবেশে আগত প্রতিটি নেতাকর্মী ও সমর্থকের শৃঙ্খলাবোধই বিএনপির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক পরিপক্বতার প্রকৃত পরিচয় বহন করবে। তারা শৃঙ্খলা উপকমিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

সভা শেষে শৃঙ্খলা রক্ষা, জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয় এবং মহাসমাবেশকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.