ডিসেম্বরে বিজিবির বড় সাফল্য: ১৫৫ কোটি টাকার চোরাচালান পণ্য ও বিপুল মাদক জব্দ, আটক ৫৯৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ১৫৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য জব্দ করেছে।

সোমবার বিজিবি সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ২ কেজি ০৬৩.৩৮ গ্রাম স্বর্ণ, ১৪ হাজার ৮৮৩টি শাড়ি, ২৬ হাজার ১০০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২৬ হাজার ৫২০টি তৈরি পোশাক, ৯ হাজার ৮৮৩ মিটার থানকাপড়, ৪ লাখ ৪৩ হাজার ৬৪৬টি কসমেটিকস সামগ্রী, ১৬ হাজার ৯৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮২টি আতশবাজি, ১১ হাজার ১১৯ ঘনফুট কাঠ, ৪ হাজার ৬৩৯ কেজি চা পাতা, ১০ হাজার ৯৯ কেজি সুপারি, ২৩ হাজার ১৩০ কেজি কয়লা, পাথর, বালু, বিভিন্ন ইলেকট্রনিক ও প্লাস্টিক সামগ্রী, মোবাইল ও মোবাইল যন্ত্রাংশ, খাদ্যপণ্য, কৃষি উপকরণসহ বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য।

এ ছাড়া অভিযানে ৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ/মহেন্দ্র, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৬৯টি নৌকা, ২৫টি সিএনজি/ইজিবাইক, ৫৩টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৮৬৫টি গরু ও মহিষ উদ্ধার করা হয়।

অভিযানকালে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১২টি পিস্তল, ১টি রাইফেল, ৩টি হ্যান্ড গ্রেনেড, ১৬টি ম্যাগাজিন, ৩৩৬ রাউন্ড গোলাবারুদ, ১টি মর্টার সেল, ১৭ কেজি গান পাউডার ও অন্যান্য অস্ত্র।

গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ৯ লাখ ১১ হাজার ৯৮২ পিস ইয়াবা, ৩৫৪ গ্রাম হেরোইন, ২ হাজার ১০১ বোতল ফেনসিডিল, ৭ কেজি ৪৩৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, বিদেশি ও দেশীয় মদ, গাঁজা, নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য।

এসব অভিযানে মাদক ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭১ জন চোরাচালানীকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৪ জন বাংলাদেশি, ১৫ জন ভারতীয় এবং ২৭৬ জন মিয়ানমার নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.