নির্বাচন কমিশনে তৃতীয় দিনের আপিল শুনানিতে ৪১ আবেদন মঞ্জুর, ২৪ নামঞ্জুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানিতে ৪১টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার অনুষ্ঠিত এ শুনানিতে ২৪টি আবেদন নামঞ্জুর করা হয় এবং ৪টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পাবনা-২ আসনে নির্বাচনি কার্যক্রম স্থগিত থাকায় ১৬১/২০২৬ নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়নি। এছাড়া চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তাঁর দায়ের করা ১৫৭/২০২৬ নম্বর আপিল আবেদনটি স্বেচ্ছায় প্রত্যাহার করে নেন।
এর আগে রবিবার (১১ জানুয়ারি) শুনানিতে অপেক্ষমাণ থাকা ময়মনসিংহ-৪ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী মো. হামিদুল ইসলামের আপিল আবেদন নির্বাচন কমিশন মঞ্জুর করে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি চলবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.