ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আনসার সদস্যদের পেশাদারিত্বের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে আনসার সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়ন ২৬ ও ২৭তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ ও ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য থাকবেন। অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারী সদস্যদের একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে। এ সময় নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক কিংবা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে আনসার সদস্যদের বিরত থাকার নির্দেশ দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছরের আগস্ট মাস থেকেই সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে। নতুন প্রশিক্ষণ নীতিমালার আলোকে প্রায় ৫৬ হাজার উপজেলা বা থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি ও টিডিপি সদস্য এবং ৩ হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রায় সাড়ে চার লক্ষাধিক সদস্যকে STDMS সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।
নবীন আনসার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দুর্নীতিমুক্ত থেকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা, দক্ষতা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কর্মজীবনে প্রবেশ করতে হবে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থাপনা, পেশাগত উৎকর্ষ, কল্যাণমূলক কার্যক্রম, প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং চার ক্যাটাগরিতে চারজন সেরা চৌকস প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, আনসারের ইতিহাসে এবারই সর্বাধিক সংখ্যক ৩ হাজার ২৩৭ জন প্রশিক্ষণার্থী পাসিং আউট প্যারেড সম্পন্ন করেন। এর মধ্যে ৪১তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ১৫ জন, উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা ৮৮ জন, আনসার ব্যাটালিয়ন ২৬তম ব্যাচের ১ হাজার ১০ জন এবং ২৭তম ব্যাচের ২ হাজার ১২৪ জন রয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.