হাটহাজারীতে ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ সেকেন্ড লেফটেন্যান্ট মো. আবু তালেব

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন সেকেন্ড লেফটেন্যান্ট মো. আবু তালেব। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এ সম্মাননা প্রদান করে।
রবিবার আনুষ্ঠানিকভাবে তাকে ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত করা হয়। তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের ১১ বিএনসিসি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সেকেন্ড লেফটেন্যান্ট মো. আবু তালেব উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তিনি হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরের খিল গ্রামের হাজী মুন্সি মিয়া বাড়ির বাসিন্দা এবং মো. আবদুল শুক্কুরের জ্যেষ্ঠ পুত্র।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও বিএনসিসি ক্যাডেটদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ মে তিনি হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনে (সেনা শাখা) প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে বিএনসিসিতে যোগদান করেন। ২০১৭ সালে তিনি সফলভাবে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২৪ সালের ২৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন।
এর আগে তিনি ২০১৬ সালে প্রথমবার, ২০১৯ সালে দ্বিতীয়বার এবং ২০২২ সালে তৃতীয়বার হাটহাজারী উপজেলায় ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত হন। ধারাবাহিক এই সাফল্য তাকে শিক্ষাঙ্গন ও বিএনসিসি অঙ্গনে একজন অনুকরণীয় শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.