চট্টগ্রামে তিন দিনব্যাপী বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের বর্ণাঢ্য হস্তশিল্প মেলা শুরু বৃহস্পতিবার
নতুন বছরের উৎসবমুখর পরিবেশে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) আয়োজিত হস্তশিল্প মেলা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম বোট ক্লাবে এ মেলার উদ্বোধন করা হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনএফডব্লিউএ’র প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। মেলাটি আগামী ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।
এই হস্তশিল্প মেলায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবি’র পরিবার কল্যাণ সমিতিসমূহ অংশগ্রহণ করছে। পাশাপাশি বাংলাদেশ সেনা ও নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত প্রতিষ্ঠান প্রয়াস এবং আশার আলো-র বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্প সামগ্রীও প্রদর্শন ও বিক্রয় করা হবে।
মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে থ্রি-পিস ও পাঞ্জাবি, মাটির তৈরি তৈজসপত্র, বাঁশ ও বেতজাত সামগ্রী, পাটজাত পণ্য, হাতে তৈরি অলংকার, রেজিন পণ্য, কাঠের নকশাকৃত সামগ্রী, নকশিকাঁথা, তাঁতের শাড়ি এবং বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের নানা নিদর্শন। প্রতিটি স্টল দেশীয় ঐতিহ্য, স্বাতন্ত্র্য ও নান্দনিকতায় সজ্জিত করা হয়েছে।
আয়োজকরা জানান, নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে নারীদের তৈরি হস্তশিল্প সামগ্রীর এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশীয় শিল্পের বিকাশ, কুটির শিল্পের প্রসার, বাঙালি ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে লোকজ সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতেও এই আয়োজন কার্যকর ভূমিকা পালন করবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.