সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুই নিরাপত্তা প্রহরীর ক্ষতবিক্ষত মরদেহ// উদ্ধার//: এলাকায়/ নানা /গুঞ্জন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় তসলিম উদ্দিনের মালিকানাধীন কে আর শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে দুই নিরাপত্তা প্রহরীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন সাইফুল্লাহ ও খালেদ। তারা উভয়েই গাইবান্ধা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে ইয়ার্ডে জাহাজ বিচিং চলাকালীন সময় এ ঘটনা ঘটতে পারে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে ইয়ার্ডে প্রবেশ করলে বাধা পাওয়ায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। আশপাশের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করছে পুলিশ
এদিকে এলাকাবাসী এ ঘটনাকে অত্যন্ত নৃশংস উল্লেখ করে বলেন, এটি কেবল ডাকাতি নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে—তা নিরপেক্ষ ও গভীর তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানাচ্ছেন তারা।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.