ড্যাব চট্টগ্রামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ জসিম উদ্দিন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ আব্বাস উদ্দীন।
আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় উপদেষ্টা ও চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. মোঃ ফয়েজুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, কেন্দ্রীয় সদস্য ও মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. এস এম ইফতেখারুল ইসলাম।
এছাড়াও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, কেন্দ্রীয় সদস্য ডা. মোঃ ইব্রাহিম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী, কেন্দ্রীয় সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার মোঃ আদনান, কেন্দ্রীয় সহ-চিকিৎসক কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. সাদ্দাম হোসেনসহ ড্যাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.