ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে গন্ডামারা ইউপি চেয়ারম্যানের পদত্যাগ, বাঁশখালী-১৬ আসনে স্বতন্ত্র প্রার্থী লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পদত্যাগ করেছেন বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলী। রোববার বেলা ১টার দিকে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লেয়াকত আলী জানান, তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি ২০০৩ থেকে ২০০৮ সাল এবং পরবর্তীতে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২২ সালে একটি রাষ্ট্রদ্রোহ মামলার পর তাঁকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও ২০২৫ সালে হাইকোর্টের রায়ের মাধ্যমে তিনি পুনরায় পদ ফিরে পান।

পদত্যাগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেয়াকত আলী বলেন,
“দলের দুঃসময়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ছিলাম। তারা আমাকে প্রার্থী হতে অনুরোধ করেছেন। মানুষের জন্য কাজ করার সুযোগ পেতেই আমি পদত্যাগপত্র জমা দিলাম। আগামী সোমবার মনোনয়নপত্র জমা দেব।”

এদিকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

এই আসনে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.