চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া আসনে বিএনপির আলোচিত প্রার্থী গিয়াস ও হুম্মামের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত দুই হেভিওয়েট প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং হুম্মাম কাদের চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ১৮ ডিসেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছ থেকে তাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সচিব, কলামিস্ট ও লেখক এম এ মাসুদ।

উল্লেখ্য, বিএনপির প্রবীণ ও প্রভাবশালী নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এর আগে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে, হুম্মাম কাদের চৌধুরী প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পিতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনবার মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন।

মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে চট্টগ্রামের এই দুই গুরুত্বপূর্ণ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.