সন্ধ্যায় দেশে ফিরছে হাদির মরদেহ, শনিবার মানিক মিয়ায় জানাজা
ভারতীয় আধিপত্যবিরোধী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ-এর আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি (শরিফ ওসমান হাদি) আর নেই। সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় নিশ্চিত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগকারী শরিফ ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। ঢাকায় পৌঁছানোর সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।
এর আগে সিঙ্গাপুরে তার প্রথম জানাজা শুক্রবার সকাল ১০টায় দ্য আঙ্গুলিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।
সংগঠনটি আরও জানায়, বাংলাদেশে মরদেহ পৌঁছানোর পর শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.