চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি প্রার্থী এনামুল হক এনাম-এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম-এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তা জনাব গোলাম হোসেন-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল আলম ছোটন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী কামাল উদ্দিন, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ হেলাল উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ এ সময় আশাবাদ ব্যক্ত করে বলেন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপির প্রার্থীকে বিজয়ী করবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.