চট্টগ্রাম–৯ আসনে বিএনপি প্রার্থী আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ানের মনোনয়ন পত্র সংগ্রহ

৪২

চট্টগ্রাম–৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।  বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ানের পক্ষে তাঁর দুই সন্তান ব্যারিস্টার তানজিরুল ইসলাম এবং এডভোকেট শারভিয়া শাওলিন ইভান মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় সংশ্লিষ্ট দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র সংগ্রহের মধ্য দিয়ে চট্টগ্রাম–৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেল বলে দলীয় সূত্রে জানা গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.