চট্টগ্রাম মেরিন একাডেমিতে ১১ জন ফিমেলসহ ১৬০ ক্যাডেটের সী-সনদ অর্জন

১৩

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমির ৫৯তম ব্যাচের ক্যাডেটদের গ্র্যাজুয়েশন (পাসিং আউট) প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এ প্যারেডে ১১ জন ফিমেল ক্যাডেটসহ মোট ১৬০ জন ক্যাডেট অফিসার সী-সনদ লাভ করেন।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এসডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্যারেডে সভাপতিত্ব করেন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) নৌপ্রকৌশলী মোঃ মনজুরুল কবীর। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রাম নৌ-বাণিজ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাডেটদের মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্যারেড শেষে প্রধান অতিথি ৫৯তম ব্যাচের বিদায়ী ক্যাডেটদের বিভিন্ন পদক ও পুরস্কার বিতরণ করেন।

এ বছর নটিক্যাল বিভাগে ৮২ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৭৮ জনসহ মোট ১৬০ জন ক্যাডেট দুই বছর মেয়াদি প্রি-সী কোর্স সফলভাবে সম্পন্ন করেন।

সকল ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করায় মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন মিফতাহুল ইসলাম রাজ্য (৫৭৮৯) মহামান্য রাষ্ট্রপতির স্বর্ণপদক অর্জন করেন। নটিক্যাল শাখায় সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য ক্যাডেট ক্যাপ্টেন মুবাশ্বির রায়হান (৫৭৯০) এবং মেরিন ইঞ্জিনিয়ারিং শাখায় সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন মোঃ মুসাদ্দেক হোসাইন নবাব (৫৮৫১) নৌপরিবহন মন্ত্রণালয়ের রৌপ্য পদক লাভ করেন।

এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদক অর্জন করেন সিনিয়র ক্যাডেট আহমেদ জোবায়ের রাফি (৫৭৯৮) ও ক্যাডেট ক্যাপ্টেন মোহাম্মদ মনজুরুল আলম পারভেজ (৫৮৫০)। বাংলাদেশ মেরিন একাডেমি পদক লাভ করেন সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন আফিয়া শারমিন সাবা (এফ-০১৪৭)। হক অ্যান্ড সন্স লিমিটেড পদক পান ক্যাডেট ক্যাপ্টেন শাহাদাত হোসাইন (৫৮১৫)। ইস্ট কোস্ট শিপিং ম্যানেজমেন্ট পদক অর্জন করেন সিনিয়র ক্যাডেট আবদুর রউফ (৫৬৫১)। প্রান্তিক গ্রুপ পদক পান লিডিং ক্যাডেট (স্পোর্টস) সোহম রয় (৫৮৩৫)। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন পদক অর্জন করেন লিডিং ক্যাডেট (কালচারাল) মোঃ তৌফিকুর রহমান (৫৭৯৫)।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় নবীন ক্যাডেটদের পেশাগত জীবনের জন্য শুভকামনা জানান অতিথিবৃন্দ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.