আগামী জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর):
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৭তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, বডি ওর্ন ক্যামেরা ক্রয় এবং প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিসেম্বর-জানুয়ারি জুড়ে এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
তিনি জানান, এবারের নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দিনের আলো ফুরিয়ে গেলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে গণনার কাজ নির্বিঘ্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
জুলাই জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে এর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে উপদেষ্টা জানান। রংপুরে এক পুলিশ সদস্যের বাবা-মাকে হত্যার ঘটনায় তিনি বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এটি চলমান প্রক্রিয়া। আর নির্বাচনকে কেন্দ্র করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.