হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ইমরান চৌধুরীর বাড়িতে ব্যারিস্টার মীর হেলালের সমবেদনা
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান চৌধুরীর কবর জিয়ারত ও স্বজনদের প্রতি সমবেদনা জানাতে তার গ্রামের বাড়ি চারিয়ায় ছুটে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
নিহতের খবর পেয়ে তিনি ঢাকা থেকে সরাসরি শাহ আমানত বিমানবন্দর হয়ে চারিয়া গ্রামে পৌঁছান। জানাজায় অংশ নিতে না পারলেও তিনি ইমরান চৌধুরীর কবর জিয়ারত করেন, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
পরে তিনি নিহত ইমরানের বাড়িতে উপস্থিত হয়ে শোকাহত স্ত্রী, মা, ছোট সন্তান, ভাই-বোনসহ স্বজন ও সহকর্মীদের সান্ত্বনা দেন। এসময় স্বজনদের আহাজারিতে现场 পরিবেশ ভারী হয়ে ওঠে।
মীর হেলাল বলেন, “একজন রাজনৈতিক কর্মী নিষ্ঠা, পরিশ্রম ও আনুগত্যের মাধ্যমে কিভাবে নেতা হয়ে ওঠে—ইমরান চৌধুরী তার উজ্জ্বল উদাহরণ। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ত্যাগ দল কখনো ভুলবে না।”
এসময় উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বহু নেতা উপস্থিত ছিলেন।
একই দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফকে দেখতে ব্যারিস্টার মীর হেলাল এভারকেয়ার হাসপাতালে যান। তার শারীরিক অবস্থা দেখে তিনি গভীরভাবে মর্মাহত হন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য চিকিৎসকদের অনুরোধ জানান।
পরে তিনি পৌর যুবদল নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিনের পিতা মরহুম প্রকৌশলী আজিজুল হকের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
হাটহাজারী–বায়েজিদ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল সড়ক দুর্ঘটনায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান চৌধুরীর পরিবারের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.