মেরিন ফিশারিজ একাডেমির ৪৪তম পাসিং আউট প্যারেড: গভীর সমুদ্রের ‘অকুতোভয় কাণ্ডারি’ হচ্ছেন ক্যাডেটরা — উপদেষ্টা ফরিদা আখতার
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মেরিন ফিশারিজ একাডেমিতে অর্জিত কঠোর প্রশিক্ষণ ক্যাডেটদের গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারি হিসেবে গড়ে তুলবে। আজ মঙ্গলবার একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ৪৪তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, অধ্যবসায়, সময়ানুবর্তিতা, সততা, কর্মদক্ষতা এবং মূল্যবোধই পেশাগত জীবনে সাফল্যের প্রধান অস্ত্র। দেশ ও জাতির প্রতি কর্তব্যনিষ্ঠা নিয়ে কাজ করলে এসব ক্যাডেট আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এরপর উপদেষ্টা কৃতি ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন।
‘বেস্ট অল রাউন্ডার’ গোল্ড মেডেল অর্জন করেন খন্দকার তানভীর ইসলাম (মেরিন ইঞ্জিনিয়ারিং)।
‘বেস্ট ইন প্রফেশনাল ট্রেনিং’ সিলভার মেডেল পেয়েছেন জাবের শাহরিয়ার (নটিক্যাল সায়েন্স), মাইনুল ইসলাম (মেরিন ইঞ্জিনিয়ারিং) ও সাকিবুর রহমান (মেরিন ফিশারিজ)।
মহিলা ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে পদক অর্জন করেন নুসরাত হোসাইন আনিকা (মেরিন ফিশারিজ)।
এবারের পাসিং আউট প্যারেডে মোট ১১০ জন ক্যাডেট সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন, যার মধ্যে ১৭ জন নারী।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, মেরিন ডিপার্টমেন্ট, শিপিং অফিসসহ বিভিন্ন মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে উপদেষ্টা সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে ক্যাডেটদের হাতে কোর্স সমাপ্তির সার্টিফিকেট তুলে দেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.