চট্টগ্রাম-৯ আসনে এস. এম. সাইফুল আলমের নেতৃত্বে ব্যতিক্রমী রোড-শো ও গণসংযোগ

সংবাদ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৯ আসনে ব্যতিক্রমী গণসংযোগ ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আসনের মনোনয়ন প্রত্যাশী এস. এম. সাইফুল আলমের নেতৃত্বে বিরল আয়োজনে রোড-শোটি সম্পন্ন হয়।

রঙিন সাজসজ্জা, ব্যানার–ফেস্টুন ও শ্লোগানে মুখরিত এই রোড-শোতে বিপুল সংখ্যক নেতা–কর্মী অংশ নেন। কদমতলী মোড় থেকে শুরু হওয়া রোড-শোটি নিউ মার্কেট, জুবলি রোড, এনায়েত বাজার, লাভ লেইন, চেরাগি মোড়, প্রেসক্লাব, কাজির দেউরি, লালখান বাজার ও দেওয়ানহাট হয়ে ২৩ নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ শেষে বায়তুশ শরফ মসজিদ এলাকায় এসে শেষ হয়। পথে সাধারণ মানুষ করতালি ও শুভেচ্ছা জানিয়ে রোড-শোকে স্বাগত জানান।

পথসভায় এস. এম. সাইফুল আলম বলেন, “চট্টগ্রাম-৯ আসনের মানুষ আগামী নির্বাচনে বিএনপির পক্ষেই গণরায় দেবেন বলে আমি বিশ্বাস করি। বিএনপি রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

রোড-শোতে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, বিএনপি নেতা আবদুল হালিম, ডবলমুরিং থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল, এম. এ. হাসনাতসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.