২৪ লাখ টাকা আত্মসাৎ মামলায় ফেয়ার ইলেক্ট্রনিক্সের এমডিসহ ৩ কর্মকর্তা আত্মসমর্পণ, অন্তর্বর্তীকালীন জামিন
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
প্রতারণা ও ২৪ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ রুহুল আলম আল মাহবুবসহ প্রতিষ্ঠানের তিন শীর্ষ কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ৬ষ্ঠ আদালতে হাজির হয়ে এমডি মোঃ রুহুল আলম আল মাহবুব, হেড অফ অপারেশন জিয়াউর রহমান এবং সিনিয়র ম্যানেজার (প্রোডাক্ট) মুহাম্মদ মুশফিকুর রহমান জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক মোঃ মোস্তফা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্যামসাং বাংলাদেশের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফেয়ার ইলেক্ট্রনিক্স চট্টগ্রামের পরিবেশক ‘মেসার্স হক ইলেকট্রনিক্স’-কে সেলস প্রমোশন, ডিলার কনফারেন্সসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার লিখিত নির্দেশ দেয়। পরিবেশক প্রতিষ্ঠানটি নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করে।
তবে পরবর্তীতে এসব খরচ বাবদ ২৪ লাখ ৩৮ হাজার টাকা পরিশোধের দাবি করলে ফেয়ার ইলেক্ট্রনিক্স কর্তৃপক্ষ তা অস্বীকার করে এবং হক ইলেকট্রনিক্সের ক্রয়কৃত পণ্যের ওয়ারেন্টি বাতিলের হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
পাওনা অর্থ না পেয়ে ও হুমকির মুখে গত ৩০ অক্টোবর হক ইলেকট্রনিক্সের হেড অব সেলস মোহাম্মদ কামরুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সেদিনই আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আজ আদালতে বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট উৎফল দাশ। তিনি জানান, উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের আগামী নির্ধারিত তারিখ পর্যন্ত জামিন দিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.