স্বেচ্ছাসেবক দল নেতা নয়নের মৃত্যু, মেয়র এবং ইসরাফিল খসরুর শোক,–

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক২৮ নং দক্ষিণ পাঠানটুলিওয়ার্ড নিবাসী মোহাম্মদ তাজুল ইসলাম নয়ন বুধবার ভোর রাত তিনটার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। তিনি মা-বাবা তিন ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর রশিদ বিল্ডিং এ নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । নয়নের আকস্মিক মৃত্যুতে এলাকা সহ নেতা কর্মীদের
মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

ডা. শাহাদাত হোসেনের শোক:

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম নয়নের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

নয়নের এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ডা. শাহাদাত হোসেন এক শোক বার্তায় বলেন, তাজুল ইসলাম নয়নের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নয়ন ছিলো দলের একজন নিবেদিত প্রাণ কর্মী, অনন্য সাহসী তরুণ এবং নীতিবান সংগঠক। বিশেষত আওয়ামী দুঃশাসন বিরোধী প্রতিটি আন্দোলনে তার অবদান ছিলো অত্যন্ত উল্লেখযোগ্য । তার মৃত্যুতে দল একজন ত্যাগী নেতাকে হারাল। তারুণ্যের প্রতীক নয়ন তার আদর্শের প্রতি দৃঢ়তা এবং সংগ্রামী জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দলের প্রতি তার ভালোবাসা ছিল প্রশ্নাতীত। তার এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।

শোক বার্তায় মেয়র বলেন, নয়নের চলে যাওয়া শুধু পাঠানটুলি ওয়ার্ড নয়, গোটা চট্টগ্রাম মহানগর বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি। অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদী কণ্ঠস্বর এবং রাজপথে তার সাহসী পদচারণা আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করব। দল যখনই তাকে প্রয়োজন করেছে, সে হাসিমুখে এগিয়ে এসেছে। সে ছিল আমাদের আন্দোলনের প্রেরণা এবং নতুন প্রজন্মের জন্য এক উজ্জ্বল উদাহরণ।

ডা. শাহাদাত হোসেন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।

ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর শোক:
নয়নের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী ।
শোকবার্তায় তিনি বলেন, মোহাম্মদ তাজুল ইসলাম নয়নের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। নয়ন ছিল দলের নিবেদিত কর্মী। আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলন সংগ্রামে তার অবদান উল্লেখযোগ্য।  তার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ ত্যাগী নেতাকে হারাল। ইসরাফিল খসরু মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.