দুই দিনব্যাপী ‘মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং প্রতিযোগিতা ২০২৫’ সম্পন্ন — চ্যাম্পিয়ন শেখ জামাল

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শেষ হলো দুই দিনব্যাপী ‘মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং প্রতিযোগিতা ২০২৫’। চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার শুরু হওয়া এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে শনিবার সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে। নগরজুড়ে ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে ছিল ব্যাপক উৎসাহ–উদ্দীপনা।

চট্টগ্রাম বডিবিল্ডিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ওজন শ্রেণিতে অংশ নেন ২০০ জনেরও বেশি প্রতিযোগী। দুই দিনব্যাপী প্রিলিমিনারি, সেমিফাইনাল ও গ্র্যান্ড ফিনালের মাধ্যমে সেরা বডিবিল্ডার নির্ধারণ করা হয়। জাতীয় পর্যায়ের অভিজ্ঞ বিচারকেরা প্রতিযোগীদের শৃঙ্খলা, ফিটনেস অনুশীলন ও সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, আমার দেশ পত্রিকার আবাসিক প্রতিনিধি জাহিদুল ইসলাম কচি, রেনকন এফসির সিইও তানভীর শাহারিয়ার রিমন, সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি আস্ররাফুরজামান এবং আয়োজক রনি দাশ।

সমাপনী দিনের গ্র্যান্ড ফিনালে দর্শকদের উপচে পড়া ভিড় জমে। প্রতিযোগীদের পোজিং, টিম পারফরম্যান্স ও ফিটনেস–ভিত্তিক বিভিন্ন উপস্থাপনা দর্শকদের মধ্যে তৈরি করে বিশেষ উন্মাদনা। অতিথিরা বলেন, এমন আয়োজন তরুণদের সুস্থ জীবনধারার প্রতি উৎসাহিত করবে এবং নিয়মিত প্রশিক্ষণ ও ক্রীড়া–সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

বিভিন্ন ক্যাটাগরির চ্যাম্পিয়ন, রানার–আপ এবং বিশেষ পুরস্কারপ্রাপ্তদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেওয়া হয়। ‘মিস্টার চট্টগ্রাম ২০২৫’ খেতাব অর্জন করেন শেখ জামাল।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,
“চট্টগ্রামে বডিবিল্ডিং ও ফিটনেসকে আরও জনপ্রিয় করতে প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। এটি যুবসমাজকে স্বাস্থ্যকর ও শৃঙ্খলাবদ্ধ জীবনে অনুপ্রাণিত করবে।”

দুই দিনব্যাপী এই আয়োজনটি চট্টগ্রামের ফিটনেসপ্রেমী তরুণদের এক বড় উৎসবে রূপ নেয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও দর্শকদের মুখে ছিল উচ্ছ্বাস, আর আয়োজকদের কথায় ভেসে ওঠে আগামী বছর আরও বড় ও সুশৃঙ্খল আয়োজনের প্রত্যাশা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.