বান্দরবানে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে হামলা: আহত ৫৭, ভাংচুর ৬ যানবাহন, আটক ৮
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ও মানিকপুর এলাকায় গড়ে তোলা অবৈধ ২৮টি ইটভাটা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় পরিবেশ অধিদপ্তর, ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও বিজিবি সদস্যসহ অন্তত ৫৭ জন আহত হয়েছেন। এ সময় বিজিবি ও পুলিশের ৬টি গাড়ি ভাংচুর করা হয় এবং ৮ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে হাইকোর্টের নির্দেশে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করতে ফাইতং ও মানিকপুরের উদ্দেশ্যে রওনা হয়। অভিযানে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবি সদস্যরাও অংশ নেন।
দলটি চকরিয়ার পাগলীর আগা এলাকায় পৌঁছালে শত শত ইটভাটা সংশ্লিষ্ট ব্যক্তি তাদের পথ অবরুদ্ধ করে। এ সময় ইটভাটা সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালত, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ ও বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষের এক পর্যায়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীরা এসময় পুলিশের ও বিজিবির মোট ৬টি সরকারি গাড়ি ভাংচুর করে। উত্তেজনা চরমে উঠলে ভ্রাম্যমাণ আদালতের দল অভিযান স্থগিত করে ফিরে আসতে বাধ্য হয়।
বান্দরবান জেলা পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার বিষয়ে বিস্তারিত এখনও পাওয়া যায়নি। পুরো পরিস্থিতি পর্যালোচনা করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ইটভাটা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে লামা-চকরিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.