আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ চট্টগ্রাম ত্যাগ

চট্টগ্রাম, ২০ নভেম্বর ২০২৫: শ্রীলংকান নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর কলম্বোতে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ’-তে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ত্যাগ করেছে।

চট্টগ্রাম নৌ জেটি ত্যাগের সময় নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুসরণ করে সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিদায় জানায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মোঃ মঈনুল হাসান। তিনি জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা ও নৌ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক এ ফ্লিট রিভিউতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সামরিক বিশেষজ্ঞ এবং নৌবাহিনীর জাহাজ অংশ নেবে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’-এর অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে ২৯ জন কর্মকর্তা ও মোট ১৫০ জন নৌসদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।

এই ফ্লিট রিভিউ কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও মানবপাচার, অবৈধ মৎস্য আহরণসহ নানান আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সমন্বয় জোরদারের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বিগত বছরগুলোতেও বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিয়ে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে বিভিন্ন মহড়া, প্রশিক্ষণ ও যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবেও স্থান করে নিয়েছে নৌবাহিনী।

এ সফরের মাধ্যমে বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নৌ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক ফ্লিট রিভিউ শেষে জাহাজ ‘প্রত্যয়’ আগামী ৫ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রামে ফিরে আসবে বলে জানা গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.