বাংলাদেশ–পাকিস্তান পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা জোরদার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বুধবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে দুই দেশের পুলিশের সক্ষমতা বৃদ্ধি, অপরাধী হস্তান্তর, সেফ সিটি নির্মাণসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা বলেন, বাংলাদেশ–পাকিস্তানের সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক। গত সেপ্টেম্বরের শেষ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পাকিস্তান সফরের পর উভয় দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। তিনি জানান, পাকিস্তানের অবকাঠামো উন্নয়ন ও তাদের ‘সেফ সিটি’ প্রকল্প প্রশংসনীয়—যা বাংলাদেশেও বাস্তবায়ন করা যেতে পারে।

উপদেষ্টা আরও জানান, দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারক (MoU) বা চুক্তি স্বাক্ষর করা হবে। অপরাধী বিনিময় বা হস্তান্তর বিষয়ে বর্তমানে কোনো আইনি কাঠামো না থাকায় ২০০৪ সালে নেওয়া চুক্তির উদ্যোগ নতুন করে চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার জানান, বাংলাদেশ পুলিশের জন্য সাঁজোয়া নিরাপত্তা যানবাহন, ড্রোন সংগ্রহ ও ক্রয় এবং কৃষি যান্ত্রিকীকরণে পাকিস্তান সহযোগিতা করতে আগ্রহী।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোঃ মাহবুবুর রহমান এবং পাকিস্তান দূতাবাসের কাউন্সেলর কামরান দাঙ্গাল উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.