সীতাকুণ্ডে ড্রাম ট্রাকের ধাক্কা: বাস দুর্ঘটনায় নিহত ৫, আহত ১৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ১৫ জনেরও বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড পৌরসভার পন্থছিলা জোড়াবটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। খবর লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে একই দিকের একটি ড্রাম ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, যেখানে কয়েকজনের অবস্থা গুরুতর।
সীতাকুণ্ডের কুমিরা-টেরিয়াইল হাইওয়ে থানার ওসি জাকির রাব্বানী বলেন, “ঘটনাস্থল থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন পনেরজনেরও বেশি। সন্ধ্যার সময় হওয়ায় এখনো নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.