সিঙ্গাপুরে স্কাউট জাম্বুরীতে অংশ নিতে রওনা হচ্ছেন স্কাউটার মোহাম্মদ এনাম

১৬৫

সিঙ্গাপুর স্কাউট অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ১৮ থেকে ২৪ নভেম্বর সিঙ্গাপুরের সারিমবুন স্কাউট ট্রেনিং সেন্টার–এ অনুষ্ঠিত হতে যাচ্ছে এসজি৬০ ইন্টারন্যাশনাল স্কাউট জাম্বুরী ২০২৫। এ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস কর্তৃক নির্বাচিত ১২ সদস্যের বাংলাদেশ কন্টিনজেন্ট আগামী ১৭ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে।

এই আন্তর্জাতিক জাম্বুরীতে ইন্টারন্যাশনাল সার্ভিস টিম (IST) সদস্য হিসেবে অংশগ্রহণ করছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরসিডি মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ও স্কাউটার মোহাম্মদ এনাম (ALT)। এর আগে তিনি বিভিন্ন আন্তর্জাতিক স্কাউট প্রোগ্রামে অংশ নিতে একাধিক দেশ ভ্রমণ করেছেন।

বিশ্বের নানা দেশের স্কাউট ও এডাল্ট লিডারদের অংশগ্রহণে জমজমাট হতে যাচ্ছে এবারের এসজি৬০ জাম্বুরী।
বাংলাদেশ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন ঢাকা সানিডেল স্কুল স্কাউট গ্রুপের যুগ্ম সম্পাদক স্কাউটার মো. আশিকুর রহমান সিজু।

এ আয়োজনকে ঘিরে স্কাউটদের মাঝে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা তৈরি হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.