ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই: সরওয়ার জামাল নিজাম

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম বলেছেন,
“আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে দল আমাকে আবারও মনোনয়ন দিয়ে আমার ওপর আস্থা রেখেছে।
এর প্রতিদান হিসেবে সব ধরনের মতপার্থক্য ভুলে দলের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চট্টগ্রাম-১৩ আসন উপহার দিতে চাই।”

তিনি আরও বলেন, “দলের সাফল্য নিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই। তাই আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

বুধবার (১২ নভেম্বর) রাতে আনোয়ারার তৈলারদ্বীপস্থ নিজ বাসভবনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১৪ নভেম্বর বর্ণাঢ্য র‌্যালি সফল করার লক্ষ্যে আয়োজিত আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাঈম উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন এবং যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সভা পরিচালনা করেন।
প্রধান বক্তা ছিলেন তরুণ শিল্প উদ্যোক্তা ও সাবেক এমপি পুত্র শাহওয়াজ জামাল নিজাম (সনি)।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম,
সদস্য শহিদুল্লা ফরহাদ,
উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমন শাহ্, নুরুল আলম ও নজরুল ইসলাম লিটন।

সভায় আনোয়ারা উপজেলার আওতাধীন ১১ ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.