জেদ্দা ফেরত আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ৫ যাত্রীর কাছ থেকে ১.২ কেজি স্বর্ণ উদ্ধার ।
জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটের ৫ যাত্রীর কাছ থেকে তল্লাশিতে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, নিয়ম অনুযায়ী যাত্রীদের নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ বহনের অনুমতি থাকলেও অতিরিক্ত অংশ বাজেয়াপ্ত করা হয়।
তিনি জানান, যাত্রী জেসমিন আক্তারের কাছে ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। বিধিমালা অনুযায়ী ১০০ গ্রাম ফেরত দিয়ে বাকি ১০০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়।
মো. নাসিরের কাছে পাওয়া ২৫০ গ্রামের মধ্যে ১০০ গ্রাম ফেরত দিয়ে ১৫০ গ্রাম ডিএম করা হয়।
মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছে ৩০০ গ্রাম স্বর্ণ পাওয়া গেলে ১০০ গ্রাম রেখে ২০০ গ্রাম ডিএম করা হয়।
অন্যদিকে, কাজী মনোয়ারা বেগমের কাছ থেকে পাওয়া ২৫০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম ফেরত ও ১৫০ গ্রাম ডিএম করা হয়।
কাস্টমস সূত্র জানায়, যাত্রীদের কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.