আমৃত্যু হাটহাজারীবাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ : ব্যারিস্টার মীর হেলাল

১২

চট্টগ্রাম প্রতিনিধি :
হাটহাজারী-বায়েজিদ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, “আমৃত্যু হাটহাজারীবাসীর পাশেই থাকবো ইনশাআল্লাহ।”

সোমবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম-৫ আসনের আওতাধীন হাটহাজারীর লাংগলমোড়া এলাকায় ব্যাপক গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

গণসংযোগের শুরুতে ব্যারিস্টার হেলাল হযরত গাজী নুরুজ্জামান পেঠান শাহ (রহ.) মাজার এলাকায় যান। সেখানে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং ধানের শীষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

মীর হেলালকে দেখে স্থানীয় মুরব্বি ও তরুণ-যুবকসহ সাধারণ মানুষ এগিয়ে আসেন, তাকে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে ব্যারিস্টার হেলাল বলেন,
“হাটহাজারীর মাটি ও মানুষের সঙ্গে আমার পরিবারের নিবিড় সম্পর্ক। এখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ প্রতিষ্ঠা, রাস্তা-ঘাট ও মঠ-মন্দিরের উন্নয়নে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। হাটহাজারীর বেকার যুবকদের কর্মসংস্থানে আমি নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিন, আমি আমৃত্যু আপনাদের খেদমত করব।”

গণসংযোগ শেষে তিনি হযরত গাজী নুরুজ্জামান পেঠান শাহ (রহ.) মাজার জিয়ারত ও ফাতিহা পাঠ করেন। পরে পার্শ্ববর্তী এলাকায় দোকানদার ও সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে কুশলাদি বিনিময়ের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন—
উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, বিএনপি নেতা সালাউদ্দিন আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, গাজী মোরশেদুল আলম, শফিউল আলম বাবু, ডা. আজম, মোহাম্মদ আজম মেম্বার, শহিদুল্লাহ দিলু, আকতার মেম্বার, সোলেমান কোম্পানি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, নাসরিন আক্তার, পারভীন চৌধুরী, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান চৌধুরী, পৌরসভা বিএনপির সভাপতি ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক আরেফিন সাইফুলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.