সীতাকুণ্ডে মানসিক প্র/তি/ব/ন্ধী যুবককে ঘুমন্ত অবস্থায় পি/টি/য়ে হ/ত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে বেলাল হোসেন (৩২) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বেলাল হোসেন স্থানীয় জয়নাল উকিল বাড়ির আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মীরেরহাট বাজারে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনা ঘটত। এসব অপরাধে বাধা দিতেন বেলাল। মানসিক প্রতিবন্ধী হলেও তিনি বাজারের সবার পরিচিত ছিলেন। রাতে বাজারেই থাকতেন এবং নৈশপ্রহরীর সঙ্গে ঘুরে ঘুরে পাহারা দিতেন। রোববার ভোরে বাজারের দক্ষিণ পাশে পাকা মেঝেতে কম্বল মোড়ানো অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। গাছের টুকরো দিয়ে পেটানোর কারণে তার কান ছিঁড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, “বাজারে চুরি-ডাকাতির পাশাপাশি মাদক ব্যবসাও চলে। বেলাল এসবের বিরুদ্ধে অবস্থান নিত। শনিবার রাতে বাজারে সিরাতুন্নবী (সা.) মাহফিল শেষে গভীর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।”
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় বেলালকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, এখনো কাউকে শনাক্ত করা যায়নি।”
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.