চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি: নিহত ১, প্রার্থী এরশাদ উল্লাহসহ আহত কয়েকজন
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার হোসেন বাবলা মারা যান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে এসে সরোয়ারকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
নিহত সরোয়ার হোসেন বাবলার বাবা জানালেন-আমার ছেলেকে মেরেছে সাজ্জাদের সহযোগী রায়হান গ্রুপ। সে তিনদিন আগে আমার ছেলেকে হুমকি দিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সরোয়ার হোসেন বাবলার সঙ্গে বায়েজিদ-অক্সিজেন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় প্রভাবশালী ‘বুড়ির নাতি সাজ্জাদ’ ওরফে ছোট সাজ্জাদের বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধের জের ধরেই হামলার ঘটনাটি ঘটেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.