চট্টগ্রামে গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ , আহত ৩

 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও বোয়ালখালী (চট্টগ্রাম-৮) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। সেসময় আরো ৩জন গুলিবিদ্ধ হন বলে বায়েজিদ থানা পুলিশের ওসি জানান।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদস্থ হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সরোয়ার নামে  গুলিবিদ্ধ এক ব্যক্তি  গুরুতর আহত হন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এরশাদ উল্লাহর ব্যক্তিগত সচিব আরিফ মুন্না জানান, গণসংযোগ চলাকালে হঠাৎ সন্ত্রাসীরা অতর্কিতে গুলি চালায়। এতে এরশাদ উল্লাহর পায়ে গুলি লাগে। আরও কয়েকজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দ্রুত উদ্ধার করে নগরের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

বিস্তারিত আসছে…


তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.