চট্টগ্রাম চেম্বার নির্বাচন স্থগিতের প্রতিবাদে মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন

বিস্তারিত সংবাদ:
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিতের প্রতিবাদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালিত হয়েছে।

অনুষ্ঠানে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান মো. মহিউদ্দিন বলেন, “চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ভোটাধিকার প্রয়োগের দিন ছিল। কিন্তু দুঃখজনকভাবে আমাদের আজ ভোট দিতে নয়, প্রতিবাদ করতে দাঁড়াতে হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “একটি কুচক্রী মহল আদালতকে ব্যবহার করে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন বানচাল করেছে। তাদের একমাত্র উদ্দেশ্য হলো নিজেদের প্যানেলের অবৈধভাবে নির্বাচিত ৬ জনকে রক্ষা করা। এই অবৈধ প্রার্থীতা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।” তিনি সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দ্রুত নির্বাচন আয়োজন করে ব্যবসায়ীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা জনাব এস. এম. নুরুল হক বলেন, “আজ যেখানে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ব্যবসায়ীরা ভোট দেওয়ার কথা ছিল, সেখানে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন করতে হচ্ছে। আর কতদিন মাফিয়া চক্রদের বিনা ভোটে চেম্বার দখল করে রাখার সুযোগ দেওয়া হবে?”

তিনি আরও বলেন, “আদালত ১২ দিনের স্থগিতাদেশ দিয়েছে। সরকারকে অনতিবিলম্বে নির্বাচন আয়োজন করে ব্যবসায়ীদের প্রাণের দাবি পূরণ করতে হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাঈদ আল মামুন, কামাল উদ্দিন, আহমেদ উল আলম রাসেল, কামরুল হুদা, কাজী ইমরান, আজিজুল হক, মোস্তাক আহমদ চৌধুরী, আরিফ হোসেন, মোহাম্মদ মুছা, ইমাম এরশাদ প্রমুখ। বক্তারা বলেন, চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের দাবিতে ভবিষ্যতের যেকোনো আন্দোলনে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.