চট্টগ্রামের বাণিজ্যিক প্রসারে প্রতিবন্ধকতা দূর ও ব্যবসায়ীবান্ধব চেম্বার গঠনের আহ্বান

চট্টগ্রাম, ৩০ অক্টোবর:
চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এক ব্যবসায়ী সমাবেশে বক্তারা চট্টগ্রামের বাণিজ্যিক প্রসারে প্রতিবন্ধকতা দূর করার দাবি জানিয়েছেন। তারা বলেন, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ যৌক্তিক ও বাস্তবসম্মতভাবে নির্ধারণ করতে হবে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেল প্রত্যাহার করতে হবে এবং চট্টগ্রাম চেম্বারকে জবাবদিহিমূলক ও ব্যবসায়ীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

আগ্রাবাদ এক্সেস রোডের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড বিজনেস ফোরামের টিম লিডার মোহাম্মদ আমিরুল হক, বিজিএমইএ পরিচালক এম এ সালাম, চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি সরওয়ার জামাল নিজাম, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক শাহেদ সরওয়ার, বারভিডার সাবেক সভাপতি হাবিবুল্লাহ ডন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম এবং ফোরামের সম্পাদক শওকত আলী চৌধুরী।

সমাবেশ সঞ্চালনা করেন সাবেক বিজিএমইএ নেতা নাসিরুদ্দিন চৌধুরী।
বক্তারা বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, তাই এখানকার ব্যবসায়িক পরিবেশকে আরও সহজ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.