ধর্ম উপদেষ্টার সেইফ এক্সিটের প্রয়োজন নেই,

৩৪

চট্টগ্রাম, ১৪ কার্তিক (২৯ অক্টোবর):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা পুনরুজ্জীবিত করা এখন সময়ের দাবি। তিনি বলেন, “আজ দেশের কিছু সরকারি আমলা, মন্ত্রী-এমপি ও উপদেষ্টা নিজেরা খায়, আবার টাকা মেরে বিদেশে বাড়ি বানায়। কিন্তু আমি গত ১৫ মাসে যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি, সেখানে এক টাকাও আত্মসাৎ করিনি।”

তিনি আরও বলেন, “কোনো কোনো উপদেষ্টা ‘সেইফ এক্সিট’ চাইছেন, কিন্তু আমার প্রয়োজন নেই। কারণ আমি কোনো দুর্নীতি করিনি।”

বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ‘সুদমুক্ত ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণার্থীদের সনদ ও অনুদান বিতরণ অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ফরিদুল আলম, বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরে ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম জেলার নিবন্ধিত ১৮১টি সংস্থার প্রতিনিধিদের হাতে ৬৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান, ৪১ জন দুস্থ ও দরিদ্র ব্যক্তির হাতে ৪ লাখ ১০ হাজার টাকার চেক এবং ১০২ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ৪৫ লাখ টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.