লগি-বৈঠার তান্ডব গণতান্ত্রিক জাগরণকে স্তব্ধ করেছিল: জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহান

১২

চট্টগ্রাম, ২৮ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার):
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, “গণতান্ত্রিক জাগরণকে বাঁধাগ্রস্থ করার জন্য আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে দিবালোকে নিরীহ মানুষ হত্যা করেছিল।”
তিনি আরও বলেন, “সেদিন মৃত মানুষের দেহের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিল আওয়ামী লীগ কর্মীরা—যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড প্রমাণ করে, আওয়ামী লীগ কখনো ফ্যাসিবাদী চরিত্র থেকে ফিরে আসবে না।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর আয়োজিত ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ নজরুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার দিন হলো ২৮ অক্টোবর। এ ঘটনা কখনো ভোলার নয়। আজও ভারতীয় হেজিমনি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইসলামের আলোকে ছাত্র, শ্রমিক ও জনগণকে ঐক্যবদ্ধ করতে পারলেই আমরা ২৮ অক্টোবরের প্রতিশোধ নিতে পারবো।”

সভাপতির বক্তব্যে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, “২৮ অক্টোবর আমাদের ভাইদের হত্যা করে আওয়ামী লীগ থেমে থাকেনি, বরং লাশের উপর নৃত্য করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। শহীদ হওয়াকে আমরা আমাদের চূড়ান্ত সফলতা মনে করি।” তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরফাত হোসেন প্রমুখ।
শেষে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান ও দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.