কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ ড্রেজিং কার্যক্রম : মৎস্য উপদেষ্টা
রাঙ্গামাটি, ১১ কার্তিক (২৭ অক্টোবর):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম ও প্রধান কাজ হলো ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা। এটি শুধু সরকারের পরিকল্পনা নয়, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বলেও উল্লেখ করেন তিনি।
রবিবার রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, “ক্রমাগত পলি জমে কাপ্তাই হ্রদ ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে পানির স্তর কমে গেছে, বড় আকারের মাছ টিকে থাকতে পারছে না, হ্রদে ছোট মাছের আধিক্য বেড়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “হ্রদকে রক্ষা করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফরিদা আখতার জানান, কাপ্তাই হ্রদের দূষণও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। হ্রদে যত্রতত্র ময়লা-আবর্জনা ও পয়ঃনিষ্কাশন ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। এই সমস্যার সমাধানে স্থানীয় সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
সভায় রাঙ্গামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মীসহ অন্যান্য অংশগ্রহণকারীরা।
সভায় বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম কাপ্তাই হ্রদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এরপর বিকেলে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ও বাঁধ পরিদর্শন করেন। এ সময় বিএফডিসি চেয়ারম্যান ফারাহ শাম্মী, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.