বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে চার দেশের বিশেষজ্ঞ দল আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ৯ কার্তিক (২৫ অক্টোবর):
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার দেশের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি-না, তা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞ দল আসবে। তারা তদন্ত করে কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।”
তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ব্যর্থ হয়নি। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে যথাসাধ্য চেষ্টা করেছে। বিমানবন্দরের আওতাধীন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং অন্য ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছায়।”
মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “কার্গো ভিলেজে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে গার্মেন্টস পণ্য ও কিছু কেমিক্যালও ছিল। এছাড়া বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে।”
তিনি জানান, ঘটনার দিন রাত ৯টার মধ্যে পুনরায় ফ্লাইট ওঠানামা চালু করা সম্ভব হয়েছিল।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি ইমিগ্রেশন সময় কমিয়ে আনা এবং যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.