রাউজানে যুবদল কর্মী আলমগীরকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রাম, শনিবার:
চট্টগ্রামের রাউজানে আবারও প্রকাশ্যে গুলি করে এক যুবদল কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মোহাম্মদ আলমগীর। শনিবার বিকেলে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল রশিদের পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলযোগে এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে উল্লাস প্রকাশ করে চলে যায়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাউজান থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

নিহত আলমগীর সম্পর্কে জানা যায়, তিনি রাউজানের বিএনপির সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি দীর্ঘদিন কারাভোগও করেছিলেন বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের পর এলাকায় চরম শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবারে চলছে আহাজারি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হাটহাজারীর মদুনাঘাট বাজারে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামে এক ডেইরি ফার্ম ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। গত এক বছরে রাউজানে ডজনের জনের বেশি মানুষ খুন হয়েছেন, যা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.