রাঙ্গুনিয়ায় একই পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

খেলার ছলে পুকুরে গিয়েছিল তিন শিশু, ফিরে এল নিথর দেহে

১৭

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একই পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— স্থানীয় মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (৫), মো. কালু আক্তারের মেয়ে হাবীবা আক্তার (৬) এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)।

স্থানীয়রা জানান, বিকেলে খেলার ছলে তিন শিশু বাড়ির পাশের পুকুরের দিকে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তিন শিশুকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, “তিনটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যুর ঘটনা পুরো ইউনিয়নের মানুষকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।”

এদিকে এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.