মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন মৌলানা সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (ক:) এর ইন্তেকাল: দেশ-বিদেশে ভক্ত-মুরিদানে শোকের ছায়া, কাল বাদ ফজর জানাজা

১৬

আজ ২৪ অক্টোবর, ৩ জমাদিউল আউওয়াল, শুক্রবার, সকাল ৯টা ১৭ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে সাতকানিয়ার পবিত্র মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন হজরত শাহ জাঁহাগীর তাজুল আরেফীন মৌলানা সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (ক:) দুনিয়ার মায়া ত্যাগ করে চিরন্তন প্রভুর সান্নিধ্যে গমন করেছেন, (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে বিশ্বের বিভিন্ন সিলসিলার সকল সাজ্জাদানশীনগণ, দরবার শরীফসহ দেশ- বিদেশের অসংখ্য ভক্ত-মুরিদ, আশেক ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোকে মুহ্যমান।
উল্লেখ্য যে, যুগে যুগে মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীনগণ আল্লাহ ও তাঁর রাসুল (স.) এর পবিত্র হুকুম ও সুন্নাতের পরিপূর্ণ অনুসরণ করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছেন। আকিদাকে বিশুদ্ধ রেখে সুন্নিয়াতের বাগানকে সমুন্নত রাখতে তাঁদের অবদান স্বরণাতীত। পূর্বতন পীরানে এজামগণের পথকে জারী রেখে সুফিবাদের শিক্ষা দানের লক্ষ্যে দুই শতাধিক বছর ধরে সারা বিশ্বে প্রতিষ্ঠা করেছেন লক্ষাধিক খানকাহ। তাসাউফের মর্মবাণী মানুষের মরমে পৌঁছে দিচ্ছেন প্রতিনিয়ত।
হজরত শাহ জাঁহাগীর তাজুল আরেফীন মৌলানা সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (ক:) এর নামাজের জানাজা আগামীকাল ২৫ অক্টোবর, রোজ শনিবার, বাদ ফজর, পবিত্র মির্জাখীল দরবার শরীফে, তাঁহার জানশীন ও সাহেবে সাজ্জাদাহ হজরত ড. মৌলানা সৈয়দ মোহাম্মদ মকসুদুর রহমান সাহেবের ইমামতিতে অনুষ্ঠিত হবে। ‎

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.