ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক: কাদের গনি চৌধুরী
ফটিকছড়িতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণমিছিল
চট্টগ্রাম, ২৩ অক্টোবর ২০২৫:
বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, ‘ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ কখনও প্রতারিত হয়নি। বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে। বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে। ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক।’ শান্তির ফটিকছড়ি প্রতিষ্ঠায় আগামীতে ধানেরশীষের প্রার্থীকে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার অভিযানের অংশ হিসেবে আয়োজিত লিফলেট বিতরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, ‘তারেক রহমান একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে কেউ বঞ্চিত থাকবে না, নাগরিক অধিকার সবার জন্য নিশ্চিত হবে। বিএনপির ৩১ দফা মূলত গণতন্ত্রের সংকটগুলো চিহ্নিত করে নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে। এটি শুধু সমস্যার সমাধান নয়, বরং টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ার রূপরেখা।’
তিনি আরও বলেন, ‘বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে সব মত ও পথের মানুষের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে বৈষম্যহীন, জ্ঞাননির্ভর, মানবিক কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলবে।’
এর আগে তিনি বিবিরহাট বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণমিছিল করেন। মিছিলটি বিবিরহাট বাজার, নাজিরহাট, রোসাংগিরি ও আজিমনগর প্রদক্ষিণ করে। পরে মাইজভাণ্ডার দরবার শরীফে গিয়ে তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন।
লিফলেট বিতরণ ও গণমিছিলে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন, এম মোরশেদ হাজারী, ওসমান তাহের সম্রাট, আহমদ গনি চৌধুরী, কে এম আজম, হাসান চৌধুরী, সেলিম খান, মুহাম্মদ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.